বুধবার (৫ এপ্রিল) সকাল ১১ টায় বানিয়াচং উপজেলা পরিষদ মাঠে বিনামূল্যে বীজ ও সার বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডঃ আব্দুল মজিদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ফারুক আমীন ও হাসিনা আক্তার, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, হায়দারুজ্জামান খান, আরফান উদ্দিন, আনোয়ার হোসেন, মঞ্জু কুমার দাস, এরশাদ আলী, মাসউদ কোরাইশী মক্কী, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, সাংবাদিক শেখ নূরুল ইসলাম, শাহ সুমন প্রমুখ।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার ৭ শ কৃষককে জনপ্রতি ২০ কেজি সার ও ৫ কেজি করে বীজ প্রদান করা হবে।