বৃহস্পতিবার | ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

হবিগঞ্জের বানিয়াচংয়ে কর্নেল পরিচয়ে হিন্দু পরিবারের ভূমি দখল!!

প্রকাশিত :

বানিয়াচং প্রতিনিধি:- হবিগঞ্জের বানিয়াচংয়ে কর্নেল পরিচয় দিয়ে আধিপত্য বিস্তার এবং একটি হিন্দু পরিবারের বসতভিটার ভূমি দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে আব্দুল আলীম নানু গংদের বিরুদ্ধে।

অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ১৪৪ ধারায় মোকদ্দমা দায়েরের পরও দখল আটকাতে পারেনি ভূক্তভোগী পরিবার। শুধু তাই নয়, নিরীহ এলাকাবাসীদের মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করারও খবর পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে বানিয়াচং উপজেলার ২নম্বর উত্তর পশ্চিম ইউনিয়নের রুপরাজ খার পাড়া গ্রামে।
অভিযুক্ত কর্নেল পরিচয়দারি আব্দুল আলীম নানু ঐ এলাকার মৃত আব্দুল গনি হাজীর পুত্র।

ভূক্তভোগীর পরিবার এবং অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আমিরখানী মৌজার আর.এস-৫১১ দাগের প্রকৃত বসতভিটার মালিক সংখ্যালঘু নারায়ন পাল গংরা। তাদের পাশর্বর্তী অংশে বসবাস করেন অভিযুক্ত আব্দুল আলীম নানু গংরা।

উভয় পক্ষের মধ্যে ভূমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

বিরোধ চলাকালীন সময়ের মধ্যে আদালতের নিষেধাজ্ঞা অমান্য এবং স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিদের বাধা উপেক্ষা করে সংখ্যালঘু নারায়ন পালদের বসতভিটাতে জোরপূর্বক কর্নেল পরিচয়দাতা আব্দুল আলীম নানু মিয়া গংরা আব্দুল্লাহ নামধারী লাঠিয়াল বাহিনী নিয়ে ফাউন্ডেশন দিয়ে পাকা ঘর নির্মান করে ভূমি দখল করে নেয়।অপরদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এলাবাসি জানান, আব্দুল আলীম নানু কোন অবসরপ্রাপ্ত কর্নেল নন।

অথচ উনি নিজেকে অবসরপ্রাপ্ত কর্নেল দাবী করে এলাকায় আধিপত্য বিস্তারসহ নিরীহ মানুষদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে চলেছে। নারায়ন পালদের সঙ্গে ভূমি নিয়ে উনার বিরোধ রয়েছে।

ভূক্তভোগী নারায়ন পাল জানান, ভূমিটির কাগজপত্রে বৈধ মালিক আমরা। আমরা সংখ্যালঘু হওয়ায় আমাদের ভূমিটি জোরপূর্বক ভূয়া কর্নেল আব্দুল আলীম নানু তার দলবল নিয়ে দখল করে নিয়েছে।

অভিযুক্ত আব্দুল আলীম নানুর লাঠিয়াল আব্দুল্লাহ জানান, আমরা কোন আইন অমান্য করিনি। কারও জায়গা দখল করিনি, আপনার সঙ্গে বিস্তারিত মুঠোফোনে কর্নেল সাহেব আলাপ করবেন।

আজকের সর্বশেষ সব খবর