বানিয়াচং প্রতিনিধি: বানিয়াচংয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।
৩০ জুলাই থেকে ৫ই আগস্ট পক্ষকাল ব্যাপী মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে উপজেলা পরিষদ পুকুরে, পোনা মাছ অবমুক্ত করে র্যালী, আলোচনা সভা ও সেরা মৎস্যজীবীদের ক্রেস্ট প্রদান করা হয়।
বুধবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০ টায় বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ বোরহান উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট ময়েজউদ্দিন শরীফ রুয়েল (এমপি), বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা আক্তার বিউটি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সাইফুল ইসলাম, ওসি তদন্ত মো: আবু হানিফ, বিভিন্ন ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও মৎস্য চাষীবৃন্দ।
সভায় বক্তারা বলেন, মৎস্য উৎপাদনে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। উৎপাদনের সাথে সাথে কর্মসংস্থানসহ নানাবিধ অর্থনৈতিক সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়াও দেশীয় মাছ উৎপাদনের অন্তরায় সমূহ দূর করে উৎপাদন বাড়াতে হবে বলে বক্তারা দাবি জানিয়েছেন।