সোমবার | ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম

হবিগঞ্জ বানিয়াচংয়ে আওয়ামী যুবলীগের বিক্ষোভ সমাবেশ।

প্রকাশিত :

বানিয়াচং প্রতিনিধিঃ বিএনপি জামাতের সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও দেশব্যাপী পুলিশের উপর হামলার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বানিয়াচং উপজেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় বানিয়াচং শহীদ মিনারে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে

বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী বলেন, যুবলীগের চেয়ারম্যান পরেশ স্যারের নির্দেশে সারা বাংলার যুবলীগ আজ রাজপথে নেমে এসেছে।

বাংলাদেশের যুবলীগ যতদিন রাজপথে থাকবে ততদিন কোন অপশক্তিকে কোন অন্যায় কাজ করতে দেওয়া হবেনা ইনশাআল্লাহ।

তিনি এ সময় বোমাবাজ, গ্রেণেডবাজ ও সন্ত্রাসীদের মোকাবেলার জন্য আওয়ামী যুবলীগই যথেষ্ট বলে হুশিয়ারি উচ্চারণ করেন।

এছাড়াও তিনি বলেন আওয়ামী যুবলীগ জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড।

উপজেলা যুবলীগের সভাপতি রেখাছ মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সদস্য, হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি প্রার্থী, বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।

যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন খান’র সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, সহসভাপতি ছায়েব আলী, সাংগঠনিক সম্পাদক শেখ মারুফ হোসেন।

বক্তব্য শেষে একটি বিক্ষোভ মিছিল বড়বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শহীদ মিনারে সমাপ্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সহ সভাপতি মাসুদ খান, আনছার আলী, সুবিদ আলী, ডাঃ মনিরুল ইসলাম, আমীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল মিয়া, শাহজাহান মিয়া, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ প্রমুখ।

আজকের সর্বশেষ সব খবর