বৃহস্পতিবার | ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

২৫ মার্চের গণহত্যা স্মরণে বানিয়াচংয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।।

প্রকাশিত :

বানিয়াচং প্রতিনিধিঃ ১৯৭১ সালের ভয়াল ২৫ মার্চের গণহত্যা স্মরণে বানিয়াচংয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫ মার্চ বিকাল ৪ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে
উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ।

এ সময় বক্তব্য রাখেন বানিয়াচং মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ চন্দ, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, শিক্ষক জাকির হোসেন মহসিন, শিক্ষক সঞ্জু দাস, শিক্ষক সাধনা রাণী সূত্রধর।

এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অমৃত লাল, সাংবাদিক শেখ নূরুল ইসলাম, শাহ সুমন।

সভায় বক্তারা বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী ২৫ মার্চের কালোরাতে নিরস্ত্র ও নিরীহ বাঙ্গালীর উপর ঝাপিয়ে পড়ে নির্মম হত্যাজজ্ঞ চালায়। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ শুনে পাকিস্তানি শাষকগোস্টি ক্ষিপ্ত হয়ে উটেছিল।

বীরবাঙ্গালী বঙ্গবন্ধুর ডাকে গড়ে তুলে প্রতিরোধ যুদ্ধ। মুক্তিযোদ্ধাদের সাহসিকতায় ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে বাঙ্গালী জাতি স্বাধীনতা অর্জন করে।

আজকের সর্বশেষ সব খবর