নিহত শিশুর নাম আমিনা(৪)। সে বানিয়াচং উপজেলার ৩ নম্বর দক্ষিণ পূর্ব ইউনিয়নের জাতুকর্ণ পাড়া গ্রামের বড়সড়ক বন্দের বাড়ীর মমিন আলীর কন্যা।
মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় বাড়ির পাশের ডোবায় সবার অগোচরে পড়ে নিখোঁজ হয়।
পরবর্তীতে আমিনার খোঁজ করে পানির নীচ থেকে মৃত অবস্থায় লাশ উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট ইউপি সদস্য মো: শাহেদ আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সবার অগোচরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন।
এই রিপোর্ট লেখার সময় লাশ দাফনের অনুমতি চেয়ে প্রশাসনের নিকট পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।