সোমবার | ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম

হবিগঞ্জের বানিয়াচংয়ে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।।

প্রকাশিত :

বানিয়াচং, প্রতিনিধি: বানিয়াচংয়ে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বানিয়াচং উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

সোমবার (৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডঃ আব্দুল মজিদ খান।

পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সুদীপ কুমার দেব’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মো:নাজমুল হাসান, অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন, জেলা শ্রমিক লীগের সহসভাপতি প্রফুল্ল চন্দ্র বৈষ্ণব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামসুল হক,মুক্তিযোদ্ধা মঞ্জিল মিয়া, ইমাম সমিতির সভাপতি কাজী আতাউর রহমান, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহিবুর রহমান, ছাত্রলীগ নেতা সুমন মিয়া প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এড: আব্দুল মজিদ খান এমপি বলেন, জাতির জনক বংগবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের
অবদান অনস্বীকার্য।

তিনি বঙ্গবন্ধুকে সংকটে দুর্দিনে শক্তি সাহস ও প্রেরণা যুগিয়েছেন।

বাঙালি জাতির স্বাধীনতা আন্দোলনে মহিয়সী নারী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের অবদান আমাদের কে ভূলে গেলে চলবেনা।

তিনি একজন সফল জননী হিসেবে আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে একজন সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ে তুলেছেন।

উনার প্রত্যেক সন্তান এদেশের সম্পদ ও সুনাগরিক ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন পি আইও মলয় কুমার দাস, তথ্য আপা নুপুর মোহন্ত, সাংবাদিক কাওসার আহমেদ, নূরুল ইসলাম, কাউসার আহমেদ শিহাব, হৃদয় খান।

 

আজকের সর্বশেষ সব খবর