হবিগঞ্জের মাধবপুরে ২৬৪ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যাবসায়ী রাজু র্যাবের হাতে গ্রেফতার।।
প্রকাশিত :
আকিকুর রহমান রুমন:- হবিগঞ্জের মাধবপুরে ২৬৪বোতল ফেনসিডিল সহ মাদক ব্যাবসায়ী রাজুকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯ গ্রেফতার করেছে।
৩১ আগস্ট (বৃহস্পতিবার) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া কোম্পানীর একটি আভিযানিক দল মাধবপুর উপজেলার হরষপুর রেলওয়ে স্টেশন বাজার এলাকায় অভিযান চালিয়ে ২৬৪ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যাবসায়ী রাজু(২৪) গ্রেফতার করা হয়েছে।
র্যাব এর সিনিয়র এএসপি আফসান-আল- আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে সত্যতা নিশ্চিত করে জানান,ধৃত মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক আলামত সহ মাধবপুর থানায় সোপর্দ করা হয়।