শুক্রবার | ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম

হবিগঞ্জের বানিয়াচংয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত।।

প্রকাশিত :

বানিয়াচং, প্রতিনিধি: বানিয়াচংয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা উদ্ভোধন হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উন্নয়ন মেলা উদ্ভোধন করেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি আবুল কাসেম চৌধুরী।

রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ।

পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সুদীপ কুমার দেব’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামসুল হক,ইউপি চেয়ারম্যান মঞ্জু কুমার দাস, আনোয়ার হোসেন, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মিনারুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা হাসান আল মামুন, স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ নূরুল ইসলাম, সাজ্জাদ শাহ সুমন প্রমুখ।

আজকের সর্বশেষ সব খবর