সোমবার | ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম

হবিগঞ্জ-২; আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী এডঃ রুয়েলের মতবিনিময়।।

প্রকাশিত :

বানিয়াচং প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে (বানিয়াচং-আজমিরীগঞ্জ) হবিগঞ্জ-২ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী এডঃ ময়েজ উদ্দিন শরীফ রয়েলের মতবিনিময় সভা অনুষ্টিত।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বানিয়াচং উপজেলার ৩ নম্বর দক্ষিন-পূর্ব ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বানিয়াচং উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
ময়েজ উদ্দিন শরীফ রুয়েল সুপ্রীম কোর্টের তরুন আইনজীবী।

তিনি হবিগঞ্জ-২(বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডঃ শরীফ উদ্দিন আহমদের পুত্র।

ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বর্তমানে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক।
তিনি ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের আইন বিষয়ক সম্পাদক ছিলেন।

ময়েজ উদ্দিন শরীফ রুয়েল উপস্থিত সাংবাদিকদের বলেন, তার পিতা মরহুম শরীফ উদ্দিন আহমেদ মাষ্টার ছিলেন ন্যায়-নীতিবান একজন আদর্শ শিক্ষক।

শিক্ষকতা পেশা ছেড়ে তিনি আওয়ামীলেিগর রাজনীতিতে জড়িয়ে দলের দুঃসময়ে দলকে পুরো হবিগঞ্জ জেলায় সংগঠিত করেছেন।

১৯৯৬ সালের ৬ আগস্ট মৃত্যুর সময় তিনি ছিলেন সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি।

তিনি অনুন্নত বানিয়াচং-আজমিরীগঞ্জ উপজেলা দুটির গণ-মানুষের উন্নয়নের জন্য নিজের সর্বস্ব বিলিয়ে দিয়েছেন।

রুয়েল তার পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করা ও দলটির ত্যাগী নেতাকর্মীদেরকে জীবন দিয়ে ভালবাসবেন বলে রাজনীতিতে জড়িত হয়েছেন।

একাদশ সংসদ নির্বাচনের পূর্ব থেকেই রুয়েল বানিয়াচং-আজমিরীগঞ্জের দুটি উপজেলার রাজনীতির মাঠ চষে বেড়িয়েছেন। মনোনয়ন না পেয়েও দলের জন্য নিরলসভাবে কাজ করেছেন।

দ্বাদশ সংসদ নির্বাচন কে সামনে রেখে তিনি আওয়ামীলীগের সভানেত্রী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বানিয়াচং-আজমিরীগঞ্জ উপজেলায় প্রতিদিনই প্রচার-প্রচারণা ও সভা-সমাবেশ করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে কাজ করে যাচ্ছেন বলে জানান।

তিনি এ সময় নিশ্চিত করে বলেন, আওয়ামীলীগের মনোনয়ন পেলে নৌকা মার্কা কে বিজয়ী করে তিনি এই আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চান।

 

 

আজকের সর্বশেষ সব খবর