ডেস্ক রিপোর্ট।। আজ ১লা নভেম্বর বানিয়াচং এর ভু-পর্যটক রামনাথ বিশ্বাসের ৬৮তম মৃত্যু বার্ষিকী।
আজ ১লা নভেম্বর প্রথম বাঙালী ভূ-পর্যটক বাই সাইকেলে বিশ্ব ভ্রমনকারী রামনাথ বিশ্বাসের ৬৫ তম মৃত্যুবাষিকী। রামনাথ বিশ্বাস ১৮৯৪ সালের ১৩ জানুয়ারী হবিগঞ্জ জেলার বানিয়াচং থানা সদরের বিদ্যাভূষন পাড়ায় জন্ম গ্রহন করেন। এবং ১৯৫৫ সালের ১লা নভেম্বর ৬২ বছর বয়সে মৃত্যু বরণ করেন।
১৯৩১ সালের ৭ জুলাই তিনি সিঙ্গাপুর থেকে ভূ-পর্যটনে বের হন। প্রবাসী হাজারো ভারতীয় হিন্দুরা বন্দে মাতরম ও সিলেটের প্রবাসী মুসলিমরা নারায়ে তকবির আল্লাহু আকবর ধ্বনিতে এগিয়ে দিলেন বিশ্ব ভ্রমনের যাত্রী রামনাথ বিশ্বাসকে। জনতার বাধ ভাঙা উচ্চাসে শুরু করেন বিশ্ব পরিভ্রমন। দীর্ঘ দশ বছরে তিনি প্রায় এক লক্ষ মাইল বাই সাইকেলে ভ্রমন করেন।
ইউরোপ, আমেরিকা, আফ্রিকা মহাদেশ, চীন, জাপান, কোরিয়া, তুরস্ক, সিরিয়া, ইরান, ইরাক, মালয়শিয়া, থাই ল্যান্ড, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ইংল্যান্ড, আফগানিস্তান, ভিয়েতনাম, বুলগেরিয়া, জার্মান, ফ্রান্স সহ ৫৭ দেশ ভ্রমন করেন। কানাডাতে একমাস জেল ও খাটেন। এ ছাড়া ইন্দোনেশিয়ায় ও কিছুদিন জেলে ছিলেন।
তিনি বিশ্ব ভ্রমনের উপর ৪০টি বই লিখছেন। উল্লেখযোগ্য বই হল টোর রাউন্ড দ্যা ওয়াল্ড উইথআউট মানি, ভবঘুরের বিশ্ব ভ্রমন, ভয়ংকর আফ্রিকা, দুরন্ত আফ্রিকা, ভবঘুরের বিলাত যাত্রা, বেদুইনের দেশে, পারস্য ভ্রমন, পৃথিবীর পথে, ভিয়েতনামের বিদ্রোহী বীর, নিগ্রো জাতির নতুন জীবন, চায়না ডিফেন্স ডেথ। বিদ্রোহী বলকান, জুজুৎসু জাপান, লাল চীন, মুক্ত মহা চীন, মরন বিজয়ী চীন, তরুন তুর্কী, আজকের আমেরিকা, আফ্রিকা ইন ফিকচার, কোরিয়া ভ্রমন, সর্ব স্বাধীন শ্যাম, জার্মানি এবং মধ্য ইউরোপ, পশ্চিম ইউরোপ ভ্রমন, ফ্রান্সে ভারতীয় পর্যটক, মালয়শিয়া ভ্রমন কাহিনী, প্রশান্ত মহা সাগরে অশান্তি, ব্রহ্মদেশে ছয়মাস, ভারত ভ্রমন সহ ৪০ টি বই।
আজ সন্ধায় রামনাথ বিশ্বাসের মৃত্যু বার্ষিকী উপলক্ষ হবিগঞ্জে রাথনাথ বিশ্বাস ফাউন্ডেশন কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
লেখকঃ টিপু চৌধুরী সাধারন সম্পাদক ভু পর্যটক রামনাথ বিশ্বাস ফাউন্ডেশন।