বানিয়াচং, প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বানিয়াচংয়ে আনন্দ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মী।
বুধবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৭ টায় বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় বড়বাজার শহীদ মিনার এলাকায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, প্রচার সম্পাদক আসাদুর রহমান খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মওদুদ আল মাহমুদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সহসভাপতি মাসুদূর রহমান খান, আনছার উদ্দিন, আজমল হোসেন খান, জসিম উদ্দিন, সাবেক ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হাসান মামুন সহ শতাধিক নেতাকর্মী।
সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, সংবিধান মেনে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে,এতে কেউ বাধা প্রদান করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘরে বসে থাকবে না।
আওয়ামী লীগ সংবিধান মেনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ইনশাআল্লাহ আবারও সরকার গঠন করে দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখবে।