বানিয়াচং, প্রতিনিধি: বানিয়াচং থানা পুলিশের হেফাজতে আসামি রব্বানী (২৫) মৃত্যুর ঘটনায় হবিগঞ্জ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ সরেজমিনে নিহতের বাড়ি ও আটকের স্থান পরিদর্শন করেছেন।
এ সময় রব্বানীর মা ফজর চান ও বড়বাজারের ব্যাবসায়ীদের সাথে কথা বলেছেন কর্মকর্তাবৃন্দ।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকাল ৪টায় নিহত রব্বানীর বাড়ি উপজেলার বড়বাজার নাগেরখানা গ্রামে হবিগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ)হাসিবুল ইসলাম উপস্থিত হন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বানিয়াচং সার্কেল পলাশ রঞ্জন দে,কোর্ট পুলিশ পরিদর্শক মো: কামরুল হোসেন প্রমূখ।
রব্বানীর মৃত্যুর প্রকৃত রহস্য নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদঘাটন করে সংশ্লিষ্ট অপরাধী কে বিচারের আওতায় আনা হবে বলে নিহতের পরিবারকে আস্বস্ত করা হয়।
এ সময় জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ নিহতের মা
ফজর চানের নিকট থেকে জবানবন্দি গ্রহণ করেছেন।
পরবর্তীতে রব্বানী কে ঘটনার দিন আটকের স্থান বড়বাজার মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ এলাকার ব্যাবসায়ীদের জবানবন্দি গ্রহণ করা হয়েছে।