আবদুল হক মামুন।। বাংলাদেশ টেলিভিশনের তালিকা ভুক্ত শিল্পী হলেন বানিয়াচংয়ের শান্তা দেব ক্ষমা। তিনি ফোক গানের শিল্পী হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। তিনি ২০২৩ সালের নভেম্বর মাসে বিটিভিতে ফোক গানের অডিশন দিয়েছিলেন। এডিশনের দিনে বিচারকগণ তার গান শুনে ভুয়সী প্রশংসা করেছিলেন এবং তাকে সংগীত চর্চা চালিয়ে যাওয়ার জন্য বিশেষ ভাবে উৎসাহ প্রদান করেন।
বিচারকদের কাছ থেকে প্রসংশা পেয়ে সেদিন থেকে শান্তার আত্মবিশ্বাস আরো বেড়ে যায়। এবং তার বিশ্বাস ছিল সে অডিশনে চুড়ান্ত ভাবে সফল হবে। এবং শান্তা দেব ক্ষমা’র সেই প্রত্যাশা পূরন হল অডিশন দিয়ে উত্তীর্ণ হয়ে।
গত ৮ জানুয়ারি বাংলাদেশ টেলিভিশনের চুড়ান্ত তালিকায় শান্তা দেব ক্ষমার নাম অন্তর্ভুক্ত হয়।
শান্তা দেব ক্ষমা’র ছোট বেলা তার মা সাধনা রানী দেব এর কাছে গানের হাতেখড়ি হলেও ওস্তাদ বাসুদেব বৈষ্ণবের কাছে তার প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু।
পরবর্তীতে হবিগঞ্জে সংগীত প্রশিক্ষক জ্যুতিময় দাসের কাছে দীর্ঘদিন তালিম নেন তিনি। গানের পাশাপাশি পড়াশোনায় বেশ এগিয়ে শান্তা।
মাস্টার শেষ বর্তমানে আইন নিয়ে পড়াশোনা করছে সে।
শান্তা দেব ক্ষমা হবিগঞ্জের জেলার মধ্যে অন্যতম শিল্পী হিসেবে সবার কাছে অধিক সমাদৃত। হবিগঞ্জ জেলার সরকারি বেসরকারি প্রায় অনুষ্ঠানে গানের জন্য শান্তার ডাক পড়ে। মঞ্চে শান্তা’র গান মানে দর্শক শ্রোতা মাতোয়ারা। শান্তা যতক্ষণ মঞ্চে থাকেন শ্রোতাদের মন ভরিয়ে গান শোনান তিনি।
শ্রোতাদের কাছে তিনি ব্ল্যাক ডায়মন্ড হিসেবে বেশ পরিচিত।
কোকিলকন্ঠি গায়িকা শান্তা দেব ক্ষমা ছোট বেলা থেকে বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে আসছেন। স্কুল ও কলেজ পর্যায়ে সরকারি বা বিভিন্ন প্রতিযোগিতায় শান্তা প্রথম পুরস্কার প্রায় নির্ধারিত হয়ে থাকতো। সব ধরনের গানের অভিজ্ঞতা আছে তার। রবীন্দ্র নজরুল লালন ও ফোক গান সহ সব গানে সমান পারদর্শী শান্তা।
তিনি বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী বানিয়াচং শাখার সাবেক নেত্রী হিসেবে সংগীত বিভাগের দায়িত্ব পালন করেছেন নিষ্ঠার সাথে।
তিনি বানিয়াচং সদরের পূর্ব আদম খানী পাড়ার বাসিন্দা।
মেধাবি শান্তা ছোট বেলা থেকে বেড়ে উঠেছেন একটি সাংস্কৃতিক পরিবারের মাঝ থেকে। তাদের
পারিবারিক ভাবে বাড়িতে গানের অনুষ্ঠান হত। তারা ৩ বোন ১ ভাই সবাই সংগীত জগতের বাসিন্দা। পারিবারিক ভাবে তাদের গানের আড্ডা হয়ে থাকে। বিয়ে গায়ে হলুদ বা অন্যান্য অনুষ্ঠানে শান্তার গান মানে বাড়তি আকর্ষণ। তার গান ছাড়া যে কোন অনুষ্ঠান ই অপূর্ণ থেকে যায়।
শান্তা শুধু হবিগঞ্জ জেলা নয় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গান শুনিয়ে শ্রোতাদের মন জয় করে আসছেন। তার গানের গলায় অপূর্ব মায়া আছে, যা দিয়ে তিনি শ্রোতা মহল কে মূহুর্তের মধ্যে আনন্দ দিয়ে থাকেন। ইতিমধ্যে ইউটিউবে বেশ কয়েকটি গানে রিলিজ হয়ে, এতে প্রচুর ভিউয়ার তার গান শুনেছেন।
শান্তা দেব ক্ষমা বাংলাদেশ টেলিভিশনের তালিকা ভুক্ত শিল্পী হওয়ায় বিভিন্ন মহলের অভিনন্দনে ভাসছেন তিনি।
শিল্পী শান্তা দেব ক্ষমা সাথে আলাপ কালে তিনি বলেন, বাংলাদেশ টেলিভিশনে তালিকা ভুক্ত শিল্পী হওয়া আমার জন্য গর্বের ব্যাপার। এটা একটা বড় প্লাটফর্ম, এখানে শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করব। সিলেট হল ফোক গানের ভান্ডার, আমার চেষ্টা থাকবে এই গানগুলো শ্রোতাদের মাঝে বেশি বেশি করে গাওয়া।