আকিকুর রহমান রুমন:- হবিগঞ্জের বানিয়াচং থানার পাশের বাড়ি থেকে বিদ্যুৎতিক ট্রান্সমিটার চুরির ঘটনা সংঘটিত হয়েছে।
বানিয়াচংয়ে দিন,দিন চুরি,ছিনতাই বৃদ্ধি পাওয়ার ঘটনায় জনমনে দেখা দিয়েছে আতংক।
ঘটনাটি ঘটেছে বানিয়াচং উপজেলা সদরের ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়নের দেশমুখ্য পাড়ার পূর্বে বন্দের বাড়ির এলাকায়।
১৭ জানুয়ারি বুধবার মোতাব্বির মিয়ার বাড়ির খুটিতে স্থাপিত বৈদ্যুতিক ট্রান্সমিটারটি চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরের দল।
এ বিষয়ে মোতাব্বির মিয়া জানান, বুধবার রাত প্রায় সাড়ে ১১ টা পর কোন এক সময় বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি করা হয়েছে। এর আগ পর্যন্ত আমি সজাগ ছিলাম,সকাল উঠে দেখি বৈদ্যুতিক ট্রান্সমিটার নেই।
তিনি আরও জানান বৈদ্যুতিক ট্রান্সমিটার লোহার পিঞ্জিরা দ্বারা বেষ্টিত ছিল।
বর্তমানে আমাদের এটি চুরি হওয়াতে বড় ধরনের একটা আর্থিক সমস্যায় ও বিদ্যুৎবিহীন হয়ে পড়লাম।
এব্যাপারে বানিয়াচং পল্লী বিদ্যুৎ এর ডিজিএম আব্দুল্লা মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এই চুরির বিষয়টি তিনি এখনো জানেননি তবে শনিবারে যার বাড়ির সামনের খুঁটি থেকে চুরি হয়েছে তারা একটা দরখাস্ত দেওয়ার জন্য।
উল্লেখ্য, ১০ জানুয়ারি রাতে বানিয়াচং উপজেলা সদরের মজলিসপুর গ্রামে এক রাতে ৫টি ঘরে চুরির ঘটনা ঘটে, ১১ জানুয়ারি মিশুক গাড়ি ছিনতাই ও হত্যার ঘটনা ঘটে, উপজেলা কোর্য়াটারে ১৬ জানুয়ারি দু’টি রাম ছাগল চুরির ঘটনা ঘটে, ১৭ জানুয়ারি রাতে থানার পাশে বন্দের বাড়ি থেকে বিদ্যুৎতিক ট্রান্সমিটার চুরির ঘটনা ঘটে।
এছাড়াও ১৮ জানুয়ারি বৃহস্পতিবার বানিয়াচং সদর থেকে আরেকটি মিশুক গাড়ি ছিনতাই এর ঘটনায় জনমনে আতংক দেখা দেয়।
এছাড়াও দিন দিন এসব চুরি ছিনতাই বৃদ্ধি পাওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা অবনতির দিকে গড়াচ্ছে বলেও সচেতন মহল মনে করছেন।
শীঘ্রই এসব প্রতিকার করতে না পারলে আইনশৃঙ্খলা নিয়েও নানান প্রশ্ন দেখা দিবে বলেও অনেকেই জানান।