সোমবার | ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম

হবিগঞ্জের বানিয়াচংয়ে অজ্ঞাতনামা শিশুর ভাসমান লাশ উদ্ধার।।

প্রকাশিত :

বানিয়াচং প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে অজ্ঞাতনামা এক মেয়ে শিশুর লাশ খালের পানি থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে বানিয়াচং থানা পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আড়াই বছর।

মঙ্গলবার (৩০ জানুয়ারী) সকাল ১০টায় বানিয়াচং-নবীগঞ্জ রোডের কাগাপাশা গ্রামের পাশ্বর্তী বড়ভাঙ্গা বা আফাইন্নার ভাঙ্গা নামক খাল থেকে এলাকাবাসীর নিকট থেকে খবর পেয়ে শিশুটির লাশ উদ্ধার করেছে বানিয়াচং থানা পুলিশ।

শিশুটির পরনে কালো রঙ্গের উলের প্যান্ট ও কমলা রঙ্গের সোয়েটার পরা ছিল। গলায় রুপার চেইন ছিল।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল বেলা ধানের জমিতে কাজ করতে যাওয়ার সময় স্থানীয় কৃষক রুপন দাস,সোনাধন দাস ও তমাল দাস ঘটনাস্থলে একটি শিশুর লাশ খালের পানিতে ভসতে দেখে স্থানীয় ইউপি সদস্য মাহমুদ আলী মেম্বারকে খবর দেন।

ঘটনার সত্যতা স্বীকার করে ইউপি সদস্য মাহমুদ আলী মেম্বার জানান, আমাকে কৃষক সোনাধন দাস ও রুপম দাস একটি শিশুর লাশ পানিতে ভাসতে দেখে জানায়।
আমি বিষয়টি ইউপি চেয়ারম্যান ও থানাকে জানাই। শিশুটির লাশ রাতের কোন এক সময় পানিতে দূস্কৃতিকারীরা ফেলে দিয়েছে।

এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, দুই থেকে আড়াই বছরের অজ্ঞাতনামা এক শিশুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

আমরা এখনোও লাশের পরিচয় সনাক্ত করতে পারিনি। ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

 

আজকের সর্বশেষ সব খবর