সোমবার | ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম

হবিগঞ্জের বানিয়াচংয়ে ভ্রাম্যমাণ আদালতে ২১টি ব্যবসা প্রতিষ্ঠান কে অর্থদণ্ড।।

প্রকাশিত :


বানিয়াচং, প্রতিনিধি: বানিয়াচংয়ে ভ্রাম্যমাণ আদালতে ২১টি ব্যবসা প্রতিষ্ঠান কে অর্থদণ্ড করা হয়েছে। পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় মাত্রায় রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

বুধবার (১৩ মার্চ)ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সাইফুল ইসলাম।

উপজেলার নতুন বাজার ও বড়বাজারে বাজার মনিটরিংকালে পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে না-থাকায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ২১ টি মামলায় মোট ৩৩ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে বলে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় সূত্রে জানা যায়।

 

আজকের সর্বশেষ সব খবর