সোমবার | ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম

বানিয়াচংয়ে সার্বজনীন পেনশন স্কীম বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত।।

প্রকাশিত :


বানিয়াচং, প্রতিনিধি: দেশের সব নাগরিক কে পেনশন সুবিধা দেওয়ার জন্য বাংলাদেশ সরকার “জাতীয় পেনশন কর্তৃপক্ষ ” গঠন করেছে।

উদ্দেশ্য সকল নাগরিক কে পেনশন সুবিধা দেওয়া।
দেশের ১৮ থেকে ৫০ বয়স পর্যন্ত যে কোন নাগরিক ৬০ বছর পর্যন্ত একটি নির্দিষ্ট হারে টাকা জমা রেখে পরবর্তীতে আজীবন জমানো টাকার হারে পেনশন পেতে থাকবেন প্রতি মাসে।

প্রবাসী, প্রগতি, সুরক্ষা ও সমতা এই চারটি ক্যাটাগরিতে দেশের সব নাগরিক কে পেনশনের অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ উপলক্ষ্যে বানিয়াচং উপজেলা প্রশাসনের উদ্যোগে পেনশন স্কীম বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ মার্চ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সাইফুল ইসলাম, মৎস্য অফিসার বোরহান উদ্দিন, ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া, এরশাদ আলী, সাদিকুর রহমান, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের মাঠ পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।

 

আজকের সর্বশেষ সব খবর