বৃহস্পতিবার | ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

স্পেনে মুন্সীগঞ্জ-বিক্রমপুর একতাবন্ধনের ইফতার মাহফিল অনুষ্ঠিত।।

প্রকাশিত :

ডেস্ক রিপোর্ট।। স্পেনের বার্সেলোনার শান্তাকলমায় মুন্সীগঞ্জ-বিক্রমপুর একতাবন্ধন আয়োজন করে ইফতার মাহফিল।

২৪শে মার্চ, রবিবার শান্তাকলমার স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত হয় এ আয়োজন।

সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক মামুনুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক সজীব আহমেদের সার্বিক তত্ত্বাবধানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলাউদ্দিন হক, আব্দুল আওয়াল, শাহ আলম শেখ, খোরশেদ আলম বাদল, শাহজাহান মিয়া, মাসুদ আহমেদ, মোখলেসুর রহমান নাসিম সহ বার্সেলোনা এবং শান্তাকলমার সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে উপস্থিত থাকার জন্য উপস্থিতির প্রতি বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক।

ইফতারপূর্ব বিশেষ মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহ’র শান্তি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

আজকের সর্বশেষ সব খবর