ডেস্ক রিপোর্ট।। স্পেন বার্সেলোনায় বৃহত্তর নোয়াখালী এসোসিয়েশনের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
সোমবার (২৫ মার্চ) বার্সেলোনা কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত এ ইফতার মাহফিলে বাদ আসর থেকে পবিত্র কুরআন থেকে তাফসির পেশ করেন পর্তুগাল মার্তিম মনিজ জামে মসজিদের খতিব শায়েখ মুহাম্মদ কবির হোসাইন।
সংগঠনের সদস্য নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও আনিস হান্নানের পরিচালনায় তাফসীর মাহফিলে পবিত্র কুরআন থেকে তাফসির পেশ করেন পর্তুগাল মার্তিম মনিজ জামে মসজিদের খতিব শায়েখ মুহাম্মদ কবির হোসাইন।
এ সময় বার্সেলোনায় বসবাসরত বৃহত্তর নোয়াখালী প্রবাসী বাংলাদেশী ছাড়াও কমিউনিটি সাংবাদিক, সামাজিক এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তাফসীরুল কোরআন শেষে ইফতারের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।