বৃহস্পতিবার | ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

হবিগঞ্জের বানিয়াচংয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।।

প্রকাশিত :

বানিয়াচং, প্রতিনিধি: বানিয়াচং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় পবিত্র রমযান মাসে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটায় সন্তোষ প্রকাশ করা হয়। আসন্ন পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো শ্রমজীবী মানুষের যাত্রাপথ নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানানো হয়েছে।

ঔষধের অতিরিক্ত মূল্য রাখার ব্যাপারে সভায় অভিযোগ করা হয়েছে।

সুজাতপুর উপস্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘদিন যাবত চিকিৎসক না থাকায় অসন্তোষ প্রকাশ করা হয়েছে।

ঈদের দিন ডিজে ও বাইকারদের উতপাত বন্ধ করার জন্য আহবান জানানো হয়েছে।

ঝড়-তুফানে বৈদ্যুতিক ছেড়া তার থেকে সতর্ক থাকার জন্য পল্লী বিদ্যুৎ এর ডিজিএম সকলের প্রতি আহবান জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল ১১ টায় বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান।

এ সময় বক্তব্য রাখেন বানিয়াচং থানার ওসি (তদন্ত) আবু হানিফ, ইউপি চেয়ারম্যান শেখ শামসুল হক, আহাদ মিয়া, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিপুল ভূষণ রায়, ইমাম সমিতির সভাপতি কাজী আতাউর রহমান, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান আধিবাসী ঐক্য পরিষদের সভাপতি স্বপন দাশ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, ইউপি চেয়ারম্যান এরশাদ আলী, শেখ মিজান, মাসুদ কোরাইশী মক্কী, ফরিদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ শাহনেওয়াজ ফুল, পল্লী বিদ্যুৎ এর ডিজিএম আব্দুল্লাহ আল মাসুদ, আনসার ভিডিপি’র ইন্সটাক্টর স্মৃতি রায় প্রমুখ।

 

আজকের সর্বশেষ সব খবর