বৃহস্পতিবার | ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

হবিগঞ্জের বানিয়াচংয়ে হাওরে শিলাবৃষ্টি।।

প্রকাশিত :


বানিয়াচং, প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৫ নম্বর দৌলতপুর,৬ নম্বর কাগাপাশা ও ৭ নম্বর বড়ইউড়ি ইউনিয়নের বেশ কয়েকটি হাওরের উপর শিলাবৃষ্টি বয়ে গেছে।

গতকাল (২৮ এপ্রিল) রবিবার দুপুর ৩ টায় দৌলতপুর ইউনিয়নের মার্কুলী থেকে শুরু হয়ে দৌলতপুর হাওর, মকার হাওর, লোহাজুড়ির হাওর, বড়ইউড়ি, শিবগঞ্জ সহ বেশ কয়েকটি হাওরে শিলাবৃষ্টি হয়। এসময় বাতাস ও বৃষ্টি ছাড়া শুধু শিলাবৃষ্টি হওয়ার কারণে অনেকে আতংকিত হয়ে পড়েন।

ইতিমধ্যে ওই ইউনিয়নগুলোর হাওরের ৮০ শতাংশ পাকাধান কেটে ফেলায়, তেমন বেশি ক্ষয়ক্ষতি হয়নি বলে কৃষকরা জানিয়েছেন।

দৌলতপুর ইউনিয়নের ইউপি সদস্য মাঈনুদ্দীন মেম্বার জানিয়েছেন, আমাদের মার্কুলি বাজার ও আশপাশের এলাকায় শিলাবৃষ্টি হয়েছে। কৃষকগণ বেশি অংশ ধান কেটে ফেলায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

লোহাজুড়ি গ্রামের কৃষক আবুল হোসেন জানান, অধিকাংশ জমি কেটে ফেলা হয়েছে।

যে সমস্ত জমি কাটার বাকি সেগুলোর ষোলআনার মধ্যে ৬ ভাগ ঝরে গেছে।

কাগাপাশা গ্রামের আবুল কাসেম শিলাবৃষ্টি হওয়ার কথা স্বীকার করে জানান,আমাদের এখানে শিলাবৃষ্টি হলেও তেমন ক্ষয়ক্ষতি হয় নাই।

 

আজকের সর্বশেষ সব খবর