বানিয়াচং, প্রতিনিধি: অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও সময় টিভি’র স্পেন প্রতিনিধি সাইফুল আমিন কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বানিয়াচং প্রেসক্লাবের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়।
শুক্রবার (১২ জুলাই) সকাল ১১ টায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া।
সাধারণ সম্পাদক খলিলুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যাক্তি সাইফুল আমিন।
এছাড়াও বক্তব্য রাখেন প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক সাহিদুর রহমান, আতাউর রহমান, সাইফুর রাজা সুমন, মুজিবুর রহমান, তাপস হোম, এনায়েত হোসেন, সাব্বির চৌধুরী প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক শেখ নূরুল ইসলাম, নাসির খান ও লিটন মিয়া।
প্রথমেই সংবর্ধিত ব্যাক্তি সাইফুল আমিন কে প্রেসক্লাবের সদস্যরা ফুল দিয়ে বরণ করে নেন।
আলোচনা সভা শেষে ক্রেস্ট দেওয়া হয়।
সংবর্ধনার জবাবে সাংবাদিক সাইফুল আমিন বলেন, নিজ এলাকায় কর্মের মূল্যায়ন পাওয়া বড়ভাগ্যের বিষয়।
আমি দীর্ঘদিন প্রবাসে থাকলেও আমি আমার এলাকা ও এলাকার মানুষ কে একটি বারের জন্যও ভূলে যাইনি।
এরই প্রতিদান আমার এলাকাবাসী আমাকে ভালবাসেন তা আমি প্রতিনিয়ত অনুভব করি।
পৃথিবীর যেখানেই থাকি আমি সবসময় আপনাদেরকে নিয়ে সারাজীবন চলবো এই প্রতিশ্রুতি দিয়ে গেলাম।