বানিয়াচং, প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের শোকাবহ আগস্টের বিভিন্ন কর্মসূচি পালনের জন্য প্রস্তুতি সভা বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ আগস্ট) বিকাল ৫ টায় বানিয়াচং ১ নম্বর উত্তর পূর্ব ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাষ্টার।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য এডঃ ময়েজউদ্দিন শরীফ রুয়েল।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আংগুর মিয়া,সহসভাপতি আহমদ লস্কর, যুগ্ম-সাধারণ সম্পাদক এনামুল হোসেন খান বাহার,শাহনেওয়াজ ফুল, নজরুল ইসলাম প্রমুখ।
সভায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ৬ আগস্ট সাবেক সংসদ সদস্য এডঃ শরীফ উদ্দিন আহমেদ এর মৃত্যুবার্ষিকী,২১ আগস্ট ও ১৮ আগস্ট স্থানীয় মাকালকান্দি গণহত্যা দিবস পালন সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।