আকিকুর রহমান রুমন:- হবিগঞ্জের বানিয়াচংয়ে বৈষম্য বিরোধী এক দফা ছাত্র আন্দোলনে গত ৫ আগষ্টের ঘটনায় ৯ মার্ডার মামলার আসামি ৪নং দক্ষিণ পশ্চিম ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন গ্রেফতার।
জানা যায়, ৯ মার্ডার মামলার আসামী গ্রেফতারের অভিযানের ধারাবাহিকতায় ১৯ নভেম্বর মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে আনাস হত্যার মামলা দায়েরের অভিযুক্ত ২৪নং আসামী ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান ও প্রয়াত আওয়ামীলীগ নেতা বাসিয়া পাড়ার বাসিন্দা মৃত আবুল কালাম চেয়ারম্যান এর পুত্র আনোয়ার হোসেনকে রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে তার নিজ বাড়ি থেকে এসআই জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে একদল পুলিশ গ্রেফতার করেন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন অফিসার ইনচার্জ (ওসি) কবির হুসেন।
এব্যাপারে মামলার আইও এসআই জাহাঙ্গীর আলম এর সাথে যোগাযোগ করা হলে তিনিও সত্যতা নিশ্চিত করে বলেন, আগামীকাল ২০ নভেম্বর (বুধবার) হবিগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হবে।
এছাড়াও রিমান্ডে আনার জন্য আদালতে আবেদন করবেন বলেও জানান তিনি।
অন্যদিকে রেখাছ মিয়ার রিমান্ড মঞ্জুর এর বিষয়ে জানতে চাইলে তিনি জানান,আদালত রেখাছ মিয়াকে ১দিন জেলগেটে জিজ্ঞাসাবাদ করার আদেশ দিয়েছেন।
তাই সময় সাপেক্ষে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান।