সোমবার | ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম

বানিয়াচংয়ে পরিসংখ্যান অফিসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ।।

প্রকাশিত :


নিজেস্ব প্রতিবেদক: আগামীকাল বিশ্ব দুর্নীতি বিরোধী দিবস। এ দিবসের প্রাক্কালে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় পরিসংখ্যান অফিসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে।

স্থানীয় পাঁচজন বাসিন্দা অস্থায়ী সেনা ক্যাম্পের ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ জমা দিয়ে এই অনিয়মের বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

অভিযোগপত্রে স্বাক্ষরকারী রুজিনা আক্তার, লাইজু আক্তার, নজরুল ইসলাম, তপছির মিয়া, এবং ইয়াসিন আরাফাত মিল্টন জানিয়েছেন, তারা অর্থনৈতিক শুমারির ১ম লিস্টিং কার্যক্রমে অংশ নিয়েছিলেন এবং পরবর্তী চূড়ান্ত শুমারির কাজ করার কথা ছিল। কিন্তু পরিসংখ্যান অফিস তাদের বাদ দিয়ে স্বজনপ্রীতির মাধ্যমে নতুন কর্মী নিয়োগ করেছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, ঢাকা হেড অফিস থেকে তাদের মোবাইলে ইউজারনেম ও পাসওয়ার্ড পাঠানো হয়। তবে তাদের ডকুমেন্ট ব্যবহার করে নতুন কর্মীদের কাজ করানো হচ্ছে। নিয়ম অনুযায়ী ৩নং ইউনিয়নের কাজ ৩নং ইউনিয়নের কর্মীদের মাধ্যমে হওয়া উচিত ছিল। কিন্তু ৪নং ইউনিয়নের লোকদের দিয়ে ৩নং ইউনিয়নে কাজ করানো হচ্ছে।

দুর্নীতি দিবস উপলক্ষে এই অভিযোগটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অভিযোগকারীরা বলেন, “যদি দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া না হয়, তবে সাধারণ মানুষের আস্থা আরও হ্রাস পাবে।”

এ বিষয়ে পরিসংখ্যান অফিসের কর্মকর্তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা এই অভিযোগ তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বিশ্ব দুর্নীতি বিরোধী দিবসের মূল বার্তা হলো দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলা। বানিয়াচংয়ের এই অভিযোগ একটি উদাহরণ হয়ে সামনে এসেছে। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কীভাবে এই অভিযোগের সমাধান করে এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ভূমিকা নেয়।

আজকের সর্বশেষ সব খবর