ডেস্ক রিপোর্ট।। স্পেনের বার্সেলোনায় বৃহত্তর নোয়াখালী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে রোজাদারদের সম্মানে তাফসিরুল কোরআন ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে।
স্থানীয় নুমান বিন ছাবিত জামে মসজিদে নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও ইমরান হোসাইন এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে রমযানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন তারেক বিন জিহাদ জামে মসজিদের ইমাম ও খতিব আব্দুল কাদের আল মাদানী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক লিটন, জসিম উদ্দিন, নেসার আহমদ।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের মইনুল হাসান সুমন, রফিক উল্লাহ রিপন, সালাউদ্দিন বাবু, জিয়াউল হক জিয়া শোভন, সৌরভ হাসান মিশু, আরিফুল ইসলাম সুমন সহ কমিটির নেতৃবৃন্দ ও বার্সেলোনা, শান্তাকলমার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, আঞ্চলিক, ব্যবসায়ীক, সাংবাদিক সংগঠনের ব্যক্তিবর্গ।
ইফতার পূর্বে পবিত্র কোরআন তেলাওয়াত ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন মসজিদে ইমাম হাফিজ মাওলানা মুক্তার আহমদ ।