নিজস্ব প্রতিনিধি।। বার্সেলোনায় কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাশোসিয়েশন কাতালোনিয়ার আয়োজনে সম্প্রতি শহরের শাহ জালাল জামে মসজিদে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি আব্দুল মুক্তাদির মুক্তির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়জুর রহমানের তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাশোসিয়েশনের সাবেক সভাপতি আবুল কালাম, সাবেক সভাপতি শিপলু আহমেদ নিয়াজী, আবুল আহাদ, আবু কাসেম স্বপন, আব্দুল মোমিন, আতাউর রহমান সহ আরও অনেক নেতৃবৃন্দ।
এ ছাড়াও বার্সেলোনার স্থানীয় সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আগত অতিথিদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক।
এসময় বক্তারা তাদের বক্তব্যে সংগঠনের উদ্যোগ এবং মুসলিম কমিউনিটির মধ্যে একতা, সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন।
ইফতার পুর্বে শাহ জালাল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইসমাইল হোসেন উপস্থিত সকলের জন্য বিশেষ দোয়া করেন।
তিনি বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে আল্লাহর কাছে দোয়া করেন এবং মুসলিমদের ঐক্য, শান্তি ও সহানুভূতির জন্য প্রার্থনা করেন।