সোমবার | ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম

ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি বার্সেলোনার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল।।

প্রকাশিত :

ডেস্ক রিপোর্ট।। ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি বার্সেলোনার উদ্যোগে ইফতার মাহফিল ও সংগঠনের অভিষেক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

স্থানীয় নুমান বিন সাবিত জামে মসজিদে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক শাহ রবিউল হুসাইনের পরিচালনায় এই আয়োজন সম্পন্ন হয়।

এ সময় নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক শাহ তৌফিকুল ইসলাম পুলক এবং অর্থ সম্পাদক মুজিবুল ইসলাম ঝুমন বক্তব্য রাখেন।

এছাড়াও অনুষ্ঠানে কমিউনিটির ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন সাহাদুল সুহেদ, শিপলু আহমেদ নিয়াজী, গিয়াস উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে আগামী দুই বছরের জন্য ২৮ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

শেষে নুমান বিন সাবিত জামে মসজিদের খতিব হাফিজ মাওলানা মুখতার আহমদ বিশেষ দোয়া পরিচালনা করেন।

আজকের সর্বশেষ সব খবর