বৃহস্পতিবার | ২৪শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

কম্বাইন হারভেস্টার মেশিন মালিকদের সিন্ডিকেটের বিরুদ্ধে এমপি আব্দুল মজিদ খানের হুশিয়ারি।।

প্রকাশিত :

বানিয়াচং প্রতিনিধিঃ আসন্ন বৈশাখ মাসে পাকা বোরোধান কর্তন ও মাড়াই করে কৃষকগণ যেন নির্বিঘ্নে গোলায় তুলতে পারেন সে জন্য তিনি কম্বাইন হারভেস্টার মেশিন মালিকদের আহবান জানিয়েছেন।

আর যদি এর অন্যথা হয় তাহলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রশাসন কে নির্দেশ প্রদান করেছেন।

বুধবার (৫ এপ্রিল) বানিয়াচং উপজেলা পরিষদ মাঠে আউশ প্রণোদনা উদ্ধোধনী অনুষ্ঠানে তিনি এই কঠোর হুশিয়ারি উচ্চারণ করেছেন।

তিনি এ সময় বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের কৃষকদের ভালো থাকার জন্য অনেক উদ্যোগ গ্রহণ করেছেন।

কৃষকদের ভালো রাখার জন্য বিনামূল্যে বীজ,সার দেওয়া সহ ভর্তুকি মূল্যে সার বিক্রয় করছেন।
কৃষক যেন সময়মতো পাকা ধান গোলায় তুলতে পারে সেজন্য ভর্তুকি মূল্যে কৃষিযন্ত্রপাতি বিতরণ করছেন।

সেই ভর্তুকির কম্বাইন হারভেস্টার মেশিন যদি কৃষকদের কাজেই না লাগে আপনারা মেশিন মালিকরা উচ্চমূল্যের লোভে আমর কৃষক ভাইদের জিম্মি করেন তাহলে আমি সেটা মেনে নিব না।

আমি ইউওএন সাহেব ও কৃষি কর্মকর্তা কে বলতে চাই আপনারা সেই সমস্ত মেশিন আটক করে ফেলবেন।
আমার বানিয়াচং আজমিরীগঞ্জ উপজেলায় কৃষক ভাইদের স্বার্থের পরিপন্থী কোন সিন্ডিকেট আমি বাস্তবায়ন হতে দিব না।

 

আজকের সর্বশেষ সব খবর