বুধবার | ২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

হবিগঞ্জের বানিয়াচংয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ।।

প্রকাশিত :

বানিয়াচং, প্রতিনিধি:বানিয়াচংয়ে খরিপ মৌসুমে আমন প্রণোদনা কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বানিয়াচং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২০২৩ অর্থ বছরে খরিপ-২/২০২৩-২৪ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে।

শনিবার (১৭ জুন) বিকাল ৩ টায় বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডঃ আব্দুল মজিদ খান।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এনামুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফারুক আমীন ও হাসিনা আক্তার, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তজ্জিমূল হক চৌধুরী,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রুবেল মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক শেখ নূরুল ইসলাম, শাহ সুমন, শ্রমিকলীগ নেতা সেবুল চৌধুরী প্রমুখ।

প্রণোদনা হিসেবে ৭শ জন কৃষকের প্রত্যেককে জনপ্রতি ৫ কেজি বীজ ও ২০ কেজি সার প্রদান করা হয়েছে।

 

আজকের সর্বশেষ সব খবর