শনিবার | ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম

হবিগঞ্জের আজমিরীগঞ্জে বজ্রপাতে ১ কৃষক ও ২ মহিষের মৃত্যু।।

প্রকাশিত :


আকিকুর রহমান রুমন:-হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক কৃষক ও দুই মহিষের প্রাণহানীর
(মৃত্যু)ঘটনা ঘটেছে।

জানাযায়, উপজেলার ৪নং কাকাইলছে ইউনিয়নের ঘরদাইর গ্রামে বজ্রপাতে আলমগীর মিয়া(৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আলাউদ্দিন মিয়ার দু’টি মহিষ বজ্রপাতে হাওরে মারা যায়।

১৪ জুন (শনিবার)সকাল ১০টার দিকে এই ঘটনা দু’টি ঘটে। নিহত আলমগীর মিয়া ওই গ্রামের কুদ্দুছ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে বাড়ির সামনে গরুকে ঘাস খাওয়াতে যান আলমগীর মিয়া।

এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, বজ্রপাতে বানিয়াচং-আজমিরীগঞ্জের রাস্তার পাশের হাওরের মধ্যে সাবেক উপজেলা চেয়ারম্যান আলাউদ্দিন মিয়ার দু’টি মহিষ বজ্রপাতে মারা যায়।

এব্যাপারে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবির চন্দ্র তালুকদার জানান, নিহতের পরিবারকে সরকারি ভাবে আর্থিক সহায়তা করা হবে।

 

আজকের সর্বশেষ সব খবর