শনিবার | ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম

নবীগঞ্জে চলন্ত বাসে বানিয়াচংয়ের কলেজ ছাত্রীকে গনধর্ষণ; চালক আটক।।

প্রকাশিত :

আকিকুর রহমান রুমন:- ঢাকা থেকে বানিয়াচংয়ের বাড়ি ফেরার পথে হবিগঞ্জের নবীগঞ্জে চলন্ত বাসে গনধর্ষনের শিকার হয়েছে এক কলেজ ছাত্রী।

জনতা ধাওয়া দিয়ে বাসটি আটক করে চালককে সাব্বির মিয়া(২৫)কে আটক করে সেনাবাহিনীর নিকট হস্তান্তর করলেও পালিয়ে গেছে লিটন(২৩) নামের হেলপার।

রবিবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়,১৫জুন (রবিবার) ঢাকা সায়দাবাদ থেকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এর টিকেট ক্রয় করে ঢাকা সিলেট বাসে উঠেন।

ঐ ছাত্রী তার নিজ উপজেলা বানিয়াচংয়ের বাড়ি ফিরছিলেন।

তিনি ঢাকা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।
কিন্তু ঢাকা থেকে ছেড়ে আসা বাসটি শায়েস্তাগঞ্জ অতিক্রম করে ফেল্লে ছাত্রীটি গাড়িতে ঘুমিয়ে থাকার কারণে আর শায়েস্তাগঞ্জ নামতে না বাস চালক থাকে শেরপুর নামিয়ে দিয়ে যান।

পরে ওই ছাত্রী সেখান থেকে রাত সাড়ে ১০টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা নবীগঞ্জগামী “মা এন্টারপ্রাইজ” নামে একটি বাসে উঠে নবীগঞ্জ আসার জন্য।
এ সময় চলন্ত বাসে বাস ড্রাইভার সাব্বির ও হেলপার লিটন তাকে ধর্ষণ করে।

এদিকে তাদের হাত থেকে নিজেকে বাঁচাতে ছাত্রী চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন বাসের পেছনে ধাওয়া করে সালামতপুর এলাকায় বাসটি থামিয়ে চালক সাব্বিরকে আটক করে। কিন্তু হেলপার পালিয়ে যায়।

পরে বানিয়াচং আর্মি ক্যাম্পের টহলরত কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার হারুন ঘটনাস্থলে গিয়ে চালককে আটক করে নবীগঞ্জ থানায় হস্তান্তর করেন।

এব্যাপারে নবীগঞ্জ থানার ওসি(তদন্ত) দুলাল মিয়া গনধর্ষণ এর সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় চালককে আটক করা হয়েছে এবং ছাত্রী বর্তমানে থানায় রয়েছে এবং মামলা পক্রিয়াধীন আছে।

পরে ভিকটিমকে ডাক্তারি পরিক্ষার জন্য মেডিক্যাল পাঠানো হবে। এই ঘটনা নিয়ে তোলপাড় চলছে।

 

আজকের সর্বশেষ সব খবর